Shatrughan Sinha:মাত্র দশ দিন বাকি, গ্রামে গ্রামে হাজির তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর, ৩০ এপ্রিল ২০২৪: বিকেলের বাতাসে তখনও উত্তপ্ত শিল্পাঞ্চল। তখনও প্রায় ৪২ ডিগ্রির উপরে তাপমাত্রা। সাদা গাড়িতে পান্ডবেশ্বর বিধানসভার ইছাপুরে প্রবেশ করলেন সত্তরের দশকের হিন্দি ছবির হিরো। চোখে সানগ্লাস, পরনে মেরুন পাঞ্জাবি। গাড়ি থেকে নামলেন আসানসোলের তৃণমূল প্রার্থী, বলিউড তারকা শত্রুঘ্ন সিনহা। রুখুশুকু এলাকায় প্রাণের সঞ্চার। উচ্ছ্বাসের বাঁধ ভাঙল। ভোট প্রচারের মিছিলেও উৎসাহের ভিড়। হুড খোলা গাড়িতে প্রচার শুরু করলেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা।

মঙ্গলবার বিকেলে বিশাল রোড শো করে প্রচার সারলেন তৃণমূল প্রাথী শত্রুঘ্ন সিনহা। পান্ডবেশ্বর বিধানসভার ইছাপুর অঞ্চলের আমলকা, বাঙ্গুরী, ইছাপুর গ্রাম সহ প্রত্যন্ত গ্রামে পৌঁছে গেলেন তৃণমূল প্রার্থী। এরপর রোড শো করার পর প্রতাপপুর বাসস্ট্যান্ডে এক বিশাল জনসভা করেন। রোড শোতে প্রার্থী ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, দুর্গাপুর ফরিদপুর ব্লকের ব্লক সভাপতি শতদীপ ঘটক, জেলার সাধারণ সম্পাদক সুজিত মুখার্জি সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব।

( Dr. BC Roy Engineering College & Group of Instutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। যোগাযোগ- 933927844, 9832131164, 9932245570, 9434250472) 

উপনির্বাচনে পান্ডবেশ্বর বিধানসভা জুড়ে জয়ের মার্জিন অনেক ছিল। সেই ব্যবধান ধরে রাখতে মরিয়া তৃণমূল। তাই গ্রামে গঞ্জের প্রত্যেকটা কোনায় পৌঁছাতে চাইছেন তৃণমূল নেতৃত্ব। জয়ের ব্যাপারে আশাবাদী হয়ে বিধায়ক বলেন, এই বিধানসভার সাধারণ মানুষের পাশে আমাদের নেতৃত্বরা সর্বদা থাকেন। তাই ভোটের সময় বিশেষ করে কোনও প্রচারের দরকার পড়ে না। গত উপনির্বাচনের তুলনায় জয়ের মার্জিন বাড়বে বলেও আশা প্রকাশ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!