দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৪ ডিসেম্বর ২০২৩: বড়দিনের প্রাক্কালে গোলাপ ফুল নিয়ে হাজির সান্তা। রবিবার পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের সিটি সেন্টারের একটি শপিংমলের সামনে হেলমেট বিহীন বাইক চালকদের এবং সিট বেল্টহীন গাড়ির চালকদের রাস্তা আটকায় সান্তা। এরপর তাদের হাতে গোলাপ ফুল তুলে দিয়ে তাদের সচেতন করা হয়।
আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি (ট্রাফিক) তুহিন চৌধুরীর নেতৃত্বে হয় এই কর্মসূচী। উপস্থিত ছিলেন ট্রাফিক আধিকারিক সুবীর রায়, অরবিন্দ গোস্বামী সহ ট্রাফিক আধিকারিকরা। এসিপি (ট্রাফিক) বলেন, বড়দিনে সিটি সেন্টার জুড়ে উপচে পড়ে ভিড়। তার আগে সান্তাকে সঙ্গে নিয়ে গাড়ির চালকদের গোলাপ ফুল দিয়ে সচেতন করা হয়। ট্রাফিক পুলিশের একটাই লক্ষ্য, দুর্ঘটনা রোধ করা। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।