দুর্গাপুর দর্পণ, ৩ জুলাই ২০২৪: সোনার গয়না পালিশের নামে হাতসাফাই করার দায়ে পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের অন্ডালের দক্ষিণখন্ড এলাকা থেকে দুই জনকে পুলিশ গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে চুরি যাওয়া সোনার গয়না উদ্ধার করেছে পুলিশ। গত ২২ জুন অন্ডাল থানা রোড ও অন্ডাল মোড় সংলগ্ন আবাসন এলাকায় সোনার গয়না পালিশ করার নাম করে দুই মহিলার কাছ থেকে সোনার গয়না নিয়ে চম্পট দেয় দুই দুষ্কৃতী। পুলিশ তদন্তে নেমে সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে অন্ডালের দক্ষিণখন্ড এলাকা থেকে অমিত শাহ ও অমিত কুমার নামে দুই জনকে ২৩ জুন গ্রেফতার করে।
বিয়ে শেষ হতে না হতেই বর-কনে নামল রাস্তায়, সবাই অবাক! দুর্গাপুরে হঠাৎ এ কী হল?
দুর্গাপুর আদালতে তোলা হলে ধৃতদের ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। এর মধ্যে ধৃতদের নিয়ে টিআই প্যারেড করা হয়। সেখানে দুই মহিলা এই দুই জনকে সনাক্ত করেন। তদন্তে পুলিশ জানতে পারে অমিত শাহ ও অমিত কুমার দুইজনেই বিহারের বাসিন্দা। প্রায় এক মাস ধরে তারা ভাড়া বাড়ি নিয়ে থাকছিল দুর্গাপুরের বেনাচিতিতে ক্ষুদিরাম সরণী কলোনি এলাকাতে। একটি বাইকে করে তারা অন্ডাল এলাকায় পালিশ করার নাম করে গয়না হাতিয়ে নেওয়ার কাজ করত। তাদের বাইকটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। আরও কোথাও এইভাবে তারা প্রতারণা করেছে কিনা তা জানার চেষ্টা করছে পুলিশ।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।