দুর্গাপুর দর্পণ, নদিয়া, ১০ আগস্ট ২০২৩: নদিয়ার (Nadia) বগুলার স্বপ্নদ্বীপ কুণ্ডু (১৮) এ বছর যাদবপুর বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগে ভর্তি হয়েছিল। তার অস্বাভাবিক মৃত্যু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। গতকাল ছিল প্রথম ক্লাস। কিন্তু স্বপ্নদ্বীপ ক্লাসে যায়নি। রাত সাড়ে বারোটা নাগাদ উপর থেকে ভারী কিছু পড়ার আওয়াজ পেয়ে আবাসিকরা গিয়ে দেখেন রক্তাক্ত ও গুরুতর জখম অবস্থায় স্বপ্নদ্বীপ পড়ে রয়েছেন।
তাকে উদ্ধার করে কেপিসি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আজ সকালে তার মৃত্যু হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। জানা গিয়েছে, দুদিন আগে সে হস্টেলে এসেছিল। জানা গিয়েছে, গতকাল সন্ধ্যায় সে মাকে ফোন করে জানায়, তার ভয় লাগছে। তাকে যেন বাড়িতে নিয়ে যাওয়া হয়। রাত ন’টার পর থেকে তাঁর ফোন সুইচ অফ ছিল বলে দাবি পরিবারের।