দুর্গাপুর: ৬৩ তম জাতীয় ফার্মেসি সপ্তাহ উপলক্ষে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের Dr. B. C. Roy College of Pharmacy and Allied Health Sciences (BCRCP)-এ চলছে নানা অনুষ্ঠান। এই কর্মসূচীর অঙ্গ হিসাবে ২০ নভেম্বর কলেজে ‘ইন্ডিয়ান ফার্মেসি অ্যাসোসিয়েশনে’র (IPA) সহযোগিতায় ‘স্টুডেন্টস ডে’ পালিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ড. সমীর কুমার সামন্ত, Dr. B. C. Roy Engineering College Society-র কোষাধ্যক্ষ জার্নেল সিং, Dr. B. C. Roy Engineering College Group-র মুখ্য পরামর্শদাতা ড. সৈকত মৈত্র, রাজ্য সরকারের টেকনিক্যাল এডুকেশন দফতরের ডেপুটি ডিরেক্টর ড. ধনঞ্জয় সাহা, Dr. B. C. Roy Polytechnic এর অধ্যক্ষ ড. চন্দন কুমার ঘোষ, IPA রাজ্য শাখার সভাপতি প্রবীর বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন সম্পাদক ড. মুক্তিপদ রানা, NPW স্টুডেন্টস ডে কনভেনার ড. নিত্যানন্দ মন্ডল, ফার্মেসি ইন্ডাস্ট্রির টেকনিক্যাল বিশেষজ্ঞ শুভেন্দু সিনহা চৌধুরী সহ বিশিষ্ট জনেরা।
উদ্বোধনী অনুষ্ঠানের পর ‘ডিজিটাল যুগে মেধাস্বত্ব অধিকারে’র উপর একটি পূর্ণাঙ্গ অধিবেশন এবং একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। সব মিলিয়ে রাজ্যের ১২টি ফার্মেসি কলেজের পড়ুয়া ও ফ্যাকাল্টিরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অধিবেশনের বক্তা ছিলেন ড. ধনঞ্জয় সাহা। কুইজ প্রতিযোগিতায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগ প্রথম এবং ক্যালকাটা ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল টেকনোলজি এবং এমিনেন্ট কলেজ অফ ফার্মেসি যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করে। সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
কলেজের অধ্যক্ষ ড. সমীর কুমার সামন্ত তাঁর বক্তব্যে বলেন, “রোগীদের জন্য ওষুধ বেছে নেওয়ার ক্ষেত্রে ফার্মাসিস্টরা হলেন সঠিক ব্যক্তি।” ড. সৈকত মৈত্র তথ্য প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সহযোগিতায় ফার্মাসিউটিক্যাল গবেষণা ও শিল্পে উন্নয়নের সম্ভাবনা ব্যাখ্যা করেন। ড. ধনঞ্জয় সাহা অধিবেশনে বিভিন্ন দেশের উদাহরণ তুলে ধরে পণ্য ও প্রক্রিয়ার ক্ষেত্রে মেধাস্বত্ব অধিকারের সুযোগ ও সীমাবদ্ধতা বিশদে তুলে ধরেন। তিনি GATT চুক্তির ফলে ভারতীয় পেটেন্ট আইনের পরিবর্তন এবং ফার্মাসিউটিক্যাল গবেষণা ও শিল্পের উপর তার প্রভাব উল্লেখ করেন। অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন অধ্যাপক সুশ্রুত চক্রবর্তী। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন অধ্যাপক ঋতুপর্ণা ঘোষ চাকী এবং ড. মনামী ধীবর। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।