দুর্গাপুর দর্পণ ডেস্ক, ১৬ মার্চ ২০২৪: দেশের ১৮তম লোকসভা নির্বাচনের (2024 Lok Sabha Election) নির্ঘন্ট প্রকাশিত হয়েছে শনিবার। এবারের ভোটারের সংখ্যা প্রায় ৯৬.৮ কোটি। যার মধ্যে ৪৯.৭ কোটি পুরুষ এবং ৪৭.১ কোটি মহিলা। নতুন ভোটারের সংখ্যা প্রায় ১.৮২ কোটি। নতুন ভোটারদের মধ্যে ৮৫ লক্ষের বেশি মহিলা। দেশের ১২টি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে পুরুষের তুলনায় মহিলা ভোটারের সংখ্যা বেশি।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
বয়স্ক ভোটারদের ভোটদান নিশ্চিত করতে এবার কমিশন বিশেষভাবে উদ্যোগী হয়েছে। এবার ৮২ লক্ষ ভোটার রয়েছেন যাঁদের বয়স ৮২ বছর বা তাঁর বেশি। এই ভোটাররা চাইলে নিজের বাড়িতে বসেই ভোট দিতে পারবেন। আগাম আবেদন করতে হবে কমিশনের ওয়েবসাইটে। ভোটকর্মীরা বাড়ি গিয়ে ভোটগ্রহণের ব্যবস্থা করবেন। এবারের লোকসভা নির্বাচনে একশো পেরোনো ভোটারের সংখ্যা রেকর্ড গড়েছে। এমন ভোটার রয়েছেন মোট ২ লক্ষ ১৮ হাজার। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।