পাকিস্তানে সরবজিৎ খুনে মূল অভিযুক্ত আমির সরফরাজকে গুলি করে খুন
দুর্গাপুর দর্পণ ডেস্ক, ১৬ এপ্রিল ২০২৪: ২০১৩ সালে পাকিস্তানের (Pakistan) লাহোরের জেল খুন হন পাঞ্জাবের সরবজিৎ সিংহ। জেলে তাঁর উপরে হামলায় অভিযুক্ত আমির সরফরাজ তাম্বাকে এ বার বাইকে চড়ে এসে খুন করল অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা। এই ঘটনায় ভারতের যোগ রয়েছে বলে দাবি করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী!
গত দুবছরে পাকিস্তানে অজ্ঞাত পরিচয় আততায়ীর হাতে প্রাণ হারিয়েছে অন্তত ১২ জন জেহাদি যারা প্রত্যেকেই ছিল ভারতের মোস্ট ওয়ান্টেড লিস্টে। রবিবার সেই তালিকায় যুক্ত হয় আমির সরফরাজ তাম্বার নাম। এরপরেই পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি চাঞ্চল্যকর অভিযোগ আনেন ভারতের বিরুদ্ধে। তিনি বলেন, পাকিস্তানের তদন্তকারী সংস্থাগুলো মনে করছে তাম্বার খুনের সঙ্গে ভারতের যোগ রয়েছে।
জানা গিয়েছে, বাইকে চড়ে আসা অজ্ঞাতপরিচয় দুস্কৃতীরা রবিবার ভোরে লাহোরের (Lahore) ইসলামপুরা এলাকায় তাম্বাকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায়। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তার। সরবজিৎ খুনের মামলায় বছর ছয়েক আগে তাম্বাকে বেকসুর খালাস করে পাকিস্তানের একটি আদালত। তার পর থেকে সে লাহোরেই থাকত। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।