দুর্গাপুর দর্পণ ডেস্ক, ১৯ এপ্রিল ২০২৪: বিদেশের মাটিতে ২০১৯ সাল থেকে ভারতের মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকা ২০ জন জঙ্গি নিকেশ হয়েছে। তার মধ্যে পাকিস্তানে গত দুবছরে অজ্ঞাত পরিচয় আততায়ীর হাতে প্রাণ হারিয়েছে এমন অন্তত ১২ জন জঙ্গী। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এর রিপোর্ট অনুযায়ী, এর পিছনে রয়েছে ‘র’ এর হাত। সৌদি আরব থেকে স্লিপার সেল পাকিস্তানে ঢুকে এই হামলা চালিয়েছে।
যদিও ওই রিপোর্টকে ভিত্তিহীন বলে দাবি করে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর জানিয়েছেন, বিদেশের মাটিতে গিয়ে খুন করা ভারত সরকারের নীতি নয়। গত বছর সেপ্টেম্বরে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো অভিযোগ করেছিলেন, সে দেশের মাটিতে খলিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জর খুনে জড়িত ভারত। ভারত সে অভিযোগও উড়িয়ে দিয়েছিল। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।