Kangana Ranaut Slapped: কঙ্গনা রাওয়াতকে চড় কষালেন CISF জওয়ান!
দুর্গাপুর দর্পণ, ৬ জুন ২০২৪: বৃহস্পতিবার দুপুরে সাংসদ অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকে চণ্ডীগড় বিমানবন্দরে এক CISF জওয়ান চড় কষিয়েছেন। তিনি বলেছেন, বিমানবন্দরে সিকিওরিটি চেকের সময়ে অন্য কেবিনের মহিলা নিরাপত্তাকর্মী CISF জওয়ান পাশ থেকে এসে তাঁর মুখে মারেন ও গালি দেন। ওই জওয়ান নাকি বলেন, তিনি কৃষক আন্দোলনের সমর্থক। তাই তিনি কঙ্গনাকে চড় মেরেছেন। কঙ্গনা বলেন, আতঙ্কবাদ এবং উগ্রবাদ পঞ্জাবে বাড়ছে।
Shocking rise in terror and violence in Punjab…. pic.twitter.com/7aefpp4blQ
— Kangana Ranaut (@KanganaTeam) June 6, 2024
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500 )
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।


