দুর্গাপুর দর্পণ, ৩০ জুন ২০২৪: হুল দিবস উপলক্ষে পুরুষ ও মহিলাদের জমজমাট ফুটবল প্রতিযোগিতা হল পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের কাঁকসার কুলডিহায়। পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি কুলডিহাতেও জুমিত গাঁওতার উদ্যোগে শহিদ সিধু, কানুকে শ্রদ্ধা জানিয়ে হুল দিবস পালন করা হয়। সকাল থেকে আদিবাসী নৃত্যের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। এরপর ছেলেদের ৮টি দল এবং মেয়েদের ৪টি দলকে নিয়ে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500 )
উপস্থিত ছিলেন কাঁকসা ব্লক প্রশাসনের আধিকারিকেরা। এছাড়া ছিলেন পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ প্রবোধ মুখার্জি সহ জুমিত গাঁওতার সদস্যরা। জুমিত গাঁওতার বুধন হেমব্রম বলেন, “প্রতিবছরই আমরা হুল দিবস পালন করে থাকি। প্রতি বছরের মত এ বছরও ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছি।” পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ প্রবোধ মুখার্জি বলেন, “পানাগড়ে সরকারি উদ্যোগে পালিত হচ্ছে হুল দিবস। পাশাপাশি আমরা কুলডিহা এলাকাতেও হুল দিবস পালন করে থাকি। নানান অনুষ্ঠানের আয়োজন করি।”
মুখ্যমন্ত্রীর কড়া বার্তাই সার, দুর্গাপুরের পার্ক এখন খাটাল! নির্বিকার পুরসভা
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।