দুর্গাপুর দর্পণ ডেস্ক, ৯ সেপ্টেম্বর ২০২৩: বিনা টিকিটের যাত্রীদের নিয়ে হিমসিম খেতে হয় রেলকে। সেখানে গ্রামের এক দুঃস্থ মহিলা ট্রেনে চড়ার সময় শুধু নিজের টিকিট কাটলেন তাই নয়, তাঁর পোষ্য ছাগলের জন্যও আলাদা টিকিট কাটলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে। মহিলার সঙ্গে টিকিট চেকারের কথোপকথন রয়েছে ওই ভিডিওটিতে। দেখুন সেই ভিডিও।
She bought train ticket for her goat as well and proudly tells this to the TTE.
Look at her smile. Awesome.❤️ pic.twitter.com/gqFqOAdheq
— Awanish Sharan 🇮🇳 (@AwanishSharan) September 6, 2023
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
WhatsApp Group
Join Now