‘ভাই ভাই এক ঠাঁই’ শীর্ষক এই উৎসবের মাধ্যমে কংগ্রেস কর্মী ও সাধারণ মানুষকে চন্দনের ফোঁটা দিয়ে ও মিষ্টি মুখ করিয়ে সর্ব ধর্ম সমন্বয়ের বার্তা দেওয়া হয়।
——————————————-
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৫ নভেম্বর ২০২৩: ভাইফোঁটার দিনে “ভাই ভাই এক ঠাঁই” উৎসব হল পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরে। উদ্যোক্তা পশ্চিম বর্ধমান জেলা মহিলা কংগ্রেস সভানেত্রী মেঘনা মান্না। দুর্গাপুরের গ্যামন ব্রিজ মোড়ে ‘ভাই ভাই এক ঠাঁই’ শীর্ষক এই উৎসবের মাধ্যমে কংগ্রেস কর্মী ও সাধারণ মানুষকে চন্দনের ফোঁটা দিয়ে ও মিষ্টি মুখ করিয়ে সর্ব ধর্ম সমন্বয়ের বার্তা দেওয়া হয়। উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী, রবীন গাঙ্গুলী, পূরব ব্যানার্জি, মেহজাবিন খাতুন, মুকুট কান্তি নাহা, লাল্টু তেওয়ারি প্রমুখ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।