কাঁটার আঘাতে ক্ষতবিক্ষত হয়ে যায় খাদ্যনালি। গলা ফুলে ঢোল হয়ে যায়। কার্যত প্রাণসংশয়ের হাত থেকে বাঁচলেন তিনি।
——————————————-
দুর্গাপুর দর্পণ ডেস্ক, ১৬ নভেম্বর ২০২৩: এক মহিলার গলায় ১৬ দিন ধরে আটকে ছিল ভেটকি মাছের ৩ ইঞ্চি লম্বা কাঁটা! রাজ্যের এক সরকারি হাসপাতালের চিকিৎসকেরা অস্ত্রোপচার করে বের করলেন সেই কাঁটা। কাঁটার আঘাতে ক্ষতবিক্ষত হয়ে যায় খাদ্যনালি। গলা ফুলে ঢোল হয়ে যায়। কার্যত প্রাণসংশয়ের হাত থেকে বাঁচলেন তিনি।
মহিলার নাম রোকেয়া বিবি। বয়স ৫৭ বছর। গত ২৯ অক্টোবর দুপুরে ভাত খেতে বসেছিলেন তিনি। ভেটকি মাছ খাওয়ার সময় প্রায় তিন ইঞ্চি লম্বা একটি কাঁটা গলায় আটকে যায়। প্রথমে তিনি বিষয়টিকে গুরুত্ব দেননি। কিন্তু কয়েকদিনের মধ্যেই শুরু হয় অসহ্য যন্ত্রণা।
শুক্রবার স্থানীয় এক চিকিৎসক এক্স রে করে বিষয়টি বুঝতে পারেন। তিনি তাঁকে এসএসকেএম হাসপাতালের ইএনটি বিভাগে পাঠান। শনিবার ইএনটির চিকিৎসকরা পরীক্ষা করে দেখেন, ভেটকি মাছের কাঁটা খাদ্যনালি ফুটো করে গলার পেশিতে আটকে আছে। পুঁজও জমেছে। প্রথমে অ্যন্টিবায়োটিক দিয়ে ব্যথা কমানো হয়। পুঁজ বের করার পরে মঙ্গলবার অস্ত্রোপচার করা হয়।হাসপাতাল থেকে জানানো হয়েছে, রোগি এখন সুস্থ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।