বিদবিহারের মেজেডি, নবগ্রাম সহ বিভিন্ন গ্রামে হেঁটে হেঁটে ভাই, বোনদের মঙ্গল কামনা করলেন বাউল শিল্পীরা।
——————————————-
সনাতন গরাই, দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৫ নভেম্বর ২০২৩: ভাইফোঁটার উলুধ্বনি আর শঙ্খধ্বনির সঙ্গে মিশে গেল বাউলের সুর। ‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পরলো কাঁটা’। বাউলের সুরে এভাবেই পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার কাঁকসার বিদবিহারের মেজেডি, নবগ্রাম সহ বিভিন্ন গ্রামে হেঁটে হেঁটে ভাই, বোনদের মঙ্গল কামনা করলেন বাউল শিল্পীরা।
দেখুন ভিডিও
রাজ্য সরকারি ভাতাপ্রাপ্ত বাউল শিল্পীরা এদিন ভাইফোঁটার ঐতিহ্য তুলে ধরলেন তাঁদের গানে গানে। বাউলের সুর শুনে ছুটে এল ছোটদের দল। বাউল শিল্পীদের ভাই ফোঁটা দিতে বাড়ি থেকে বেরিয়ে এলেন মহিলারা। বাউল শিল্পী গোপীনাথ বাস্কে জানান, প্রতি বছর ভাই ফোঁটার দিনে গ্রাম বাংলার মানুষকে একটু আলাদা জগতে নিয়ে যেতেই তাঁদের এই ভাবনা।
বাউল শিল্পীদের কপালে ফোঁটা দিয়ে তাঁদের মঙ্গল কামনা করলেন তিথি ঘোষ, দীপিকা মন্ডলরা। তাঁরা জানান, ভালো থাকুন বাউল শিল্পীরা। বেঁচে থাকুক গ্রাম বাংলার ঐতিহ্য। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।