দুর্গাপুর দর্পণ ডেস্ক, ২ জানুয়ারি ২০২৪: রাজ্য সরকার ৫ জানুয়ারি পর্যন্ত বিয়েতে ‘নিষেধাজ্ঞা’ জারি করল! প্রথাগত বিয়ে আপনি করতেই পারেন। সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে আইনি বিয়ে বন্ধ থাকবে এই সময়ে। বিজ্ঞপ্তি জারি করে সেকথা জানিয়েছে, ওয়েস্ট বেঙ্গল ম্যারেজ রেজিস্ট্রার জেনারেলের অফিস।
জানা গিয়েছে, ২০২২ সালের ১ নভেম্বর থেকে রেজিস্ট্রি ম্যারেজের জন্য বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট যাচাই করার ব্যবস্থা চালু হয়। কিন্তু অনেক সময় আঙুলের ছাপ না মেলায় নির্দিষ্ট দিনে বিয়ের রেজিস্ট্রেশন করা যায় না। এমন সমস্যা দূর করতে পোর্টালের জরুরি রক্ষণাবেক্ষণ দরকার হয়। তাই ৫ জানুয়ারি পর্যন্ত রেজিস্ট্রি ম্যারেজ বন্ধ রাখা হচ্ছে। এই সময়ে রক্ষণাবেক্ষণের কাজ হবে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।