দুর্গাপুর দর্পণ ডেস্ক, ২ জানুয়ারি ২০২৪: নতুন বছরের প্রথমদিনে ভূমিকম্পে ১৫৫ বার কাঁপল জাপান। প্রাথমিক ভাবে অন্তত ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকে অনেকেই। সোমবার রিখটার স্কেলে ৭.৬ মাত্রার তীব্র ভূমিকম্পে কেঁপে ওঠে দেশটি। তার পর থেকে ইশিকাওয়া ও অন্যান্য বেশ কয়েকটি জায়গায় অন্তত ১৫৫ বার কম্পন অনুভূত হয়েছে।
প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা জানিয়েছেন, ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বহু ঘরবাড়ি ভেঙে পড়েছে। রাস্তাঘাটের ক্ষতি হয়েছে। আগুন লাগার ঘটনা ঘটেছে। ইশিকাওয়ার নোটো এলাকা কম্পনের উৎসস্থল। রাজধানী টোকিও থেকে শুরু করে বহু শহরে কম্পন অনুভূত হয়েছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।