
দুর্গাপুর দর্পণ, অন্ডাল, ২ জানুয়ারি ২০২৪: ‘আমার দলেরই লোক আমাকে হারানোর অনেক চেষ্টা করেছিল’, প্রকাশ্য সমাবেশে বিতর্কিত মন্তব্য করে বিতর্কের মুখে অন্ডাল ব্লক তৃণমূল সভাপতি কালোবরণ মন্ডল। তার দাবি, পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদের প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন। তাঁকে হারানোর অনেক চেষ্টা করেছিল নিজের দলের কর্মীরাও। কিন্তু মানুষ তাকে চেয়েছিল। তাই তিনি জয়ী হন।
তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সোমবার রাতে অন্ডালে শীতবস্ত্র প্রদান অনুষ্ঠানে যোগ দেন ব্লক তৃণমূল সভাপতি কালোবরণ মন্ডল, তৃণমূল নেতা কৌশিক মন্ডল সহ এলাকার নেতৃত্ব। সেই প্রকাশ্য সভা থেকে দলের কর্মীদের একাংশের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করেন ব্লক তৃণমূল সভাপতি। বিজেপি নেতা ছোটন চক্রবর্তী’র কটাক্ষ, তৃণমূলের কর্মীরাই দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছে। মানুষ সব জবাব দেবে ২০২৪ এর লোকসভা নির্বাচনে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।