দুর্গাপুর দর্পণ ডেস্ক, ৪ জানুয়ারি ২০২৪: এফসি এশিয়ান কাপে (AFC Asian Cup 2023 ) খেলতে ইতিমধ্যেই জোরকদমে দোহায় অনুশীলন শুরু করে দিয়েছে ভারত। প্রথম ম্যাচ ১৩ জানুয়ারি। ভারতীয় সময় বিকেল ৫টায় অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত। ১৮ জানুয়ারি রাত ৮টায় উজবেকিস্তানের বিরুদ্ধে ম্যাচ। ২৩ জানুয়ারি বিকেল ৫টায় সিরিয়ার মুখোমুখি হবে ভারত।
গ্রুপের তিন প্রতিপক্ষ দেশই ক্রম তালিকায় ভারতের থেকে এগিয়ে। তাই এশিয়ান কাপের ফল নিয়ে না ভেবে ভারতের পাখির চোখ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের তৃতীয় রাউন্ডে ওঠা। তা ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছেন কোচ ইগর স্টিম্যাচ। তিনি বলেছেন, সামনে কোন দল তা দেখার দরকার নেই। শেষে কী ফল হল সে দিকে তাকাব না। আমাদের লক্ষ্য বিশ্বকাপের যোগ্যতা অর্জনের তৃতীয় রাউন্ডে পৌঁছনো। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।