দুর্গাপুর দর্পণ ডেস্ক, ২৫ জানুয়ারি ২০২৪: অযোধ্যা গিয়েও রামলালার দর্শণ পেলেন না ‘রামচন্দ্র’ অরুণ গোভিল (Arun Govil) ! রামলালার প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠানের আগেই অযোধ্যা পৌঁছেছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত সেভাবে রামলালার দর্শণ করতে না পেরে হতাশ তিনি। সংবাদমাধ্যমকে নাকি অভিনেতা এমনটাই জানিয়েছেন।
অভিনয় জীবনে অরুণ গোভিল ‘রামচন্দ্র’ হিসাবেই জনপ্রিয় হয়েছিলেন। রামানন্দ সাগরের যে রামায়ণ টিভি সিরিয়াল আসমুদ্র হিমাচল মাতিয়ে দিয়েছিল, তাতে রামের ভূমিকায় ছিলেন অরুণ। তিনি, সীতার ভূমিকায় অভিনয় করা দীপিকা চিখালিয়া ও লক্ষ্মণের চরিত্রে অভিনয় করা সুনীল লহরী, তিনজনেই গিয়েছিলেন অযোধ্যায়। সংবাদমাধ্যমে প্রতিক্রিয়া দিতে গিয়ে অরুণ জানান, ভিড়ের জন্য ভালো করে রামলালার দর্শনই পেলেন না। পরে আবার সময় করে অযোধ্যায় যাবেন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।