দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৩ জানুয়ারি ২০২৪: নেতাজিকে নিয়ে কোন সরকারই ভাবে না, মঙ্গলবার পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরে এমন অভিযোগ করলেন বিজেপি সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া। নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষে সিটি সেন্টারে নব দিগন্ত মাঠে দুর্গাপুর ক্লাব সমন্বয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সাংসদ।
ওই অনুষ্ঠানে দুর্গাপুর মহকুমার বিভিন্ন প্রান্তের প্রায় তিন হাজার পড়ুয়াকে পড়াশোনার সামগ্রী এবং বস্ত্র বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান অনিন্দিতা মুখোপাধ্যায়, ভাইস চেয়ারম্যান অমিতাভ ব্যানার্জি সহ বিশিষ্ট জনেরা।
এই অনুষ্ঠানে যোগ দিয়ে বিজেপি সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া বলেন, “নেতাজিকে শ্রদ্ধা জানানোর ক্ষমতা আমাদের নেই। ভারতের কোনও প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী নেই যিনি নেতাজি হতে পেরেছেন। নেতাজি একজনই। নেতাজিকে নিয়ে কোনও সরকারই ভাবে না। তাই নেতাজি সম্পর্কে অনেকেই কিছু জানেন না। নেতাজির স্মৃতি বাঁচিয়ে রাখতে নেতাজিকে নিয়ে প্রতিটি বিদ্যালয়ে কুইজ আর নেতাজির ছবি অঙ্কন প্রতিযোগিতা হওয়া দরকার।’’
তাহলে কি সাংসদ স্বাধীনতার পরে ক্ষমতায় থাকা কংগ্রেস সরকারকে ইঙ্গিত করছেন? সাংসদ বলেন, ‘‘সব সরকার। তখনকার সরকার, বর্তমান সরকার। কোনও সরকারই নেতাজিকে জানানোর যথাযথ উদ্যোগ নেয়নি। আমাদের দুর্ভাগ্য। আমরা নতুনদের নেতাজি সম্পর্কে জানাতে পারিনি।’’
এবিষয়ে মন্ত্রী প্রদীপ মজুমদার সাংসদকে কটাক্ষ করে বলেন, ‘‘উনি তো সাংসদ। ওঁর উচিত কেন্দ্রীয় সরকারের কাছে এই বিষয়টি তুলে ধরা। কোথাও নেতাজির মূর্তি উন্মোচন করেছেন উনি? কোথাও তো দেখিনি। রাজ্য সরকার যথাযথ সম্মান দিয়েছে নেতাজিকে। কিন্তু ওঁকে তো কোথাও দেখা যায়নি। নেতাজির নিয়ে বিভিন্ন কথা বলে বাঙালি সেন্টিমেন্টে সুড়সুড়়ি দিয়ে লাভ নেই।’’ (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।