দুর্গাপুর দর্পণ ডেস্ক, ২৪ জানুয়ারি ২০২৪: রাজ্যে সরকারি হাসপাতালের (WB Govt Hospitals) নিয়মে বড়সড় বদল আসছে। আউটডোরে ভিড় সামলাতে হিমসিম খেতে হয় হাসপাতালগুলিকে। ভোর থেকে লম্বা লাইন পড়ে যায়। ফলে যখন আউটডোর খোলে, ততক্ষণে বহু রোগী ভিড় জমিয়ে ফেলেছেন। সেই সমস্যার সমাধানে এবার উদ্যোগী হল স্বাস্থ্যভবন (Swastha Bhawan)।
এবার থেকে আরও সকালে খুলবে হাসপাতালের আউটডোর। এতদিন সকাল ১০টা থেকে চালু হত আউটডোর। স্বাস্থ্যভবনের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, রোগীদের ভোগান্তি কমাতে সময় একঘন্টা এগিয়ে আনা হবে। এখন থেকে সকাল ৯টা থেকে চালু হবে আউটডোর। বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ বুধবার সকাল থেকেই চালু হয়ে যাচ্ছে নতুন নিয়ম।(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
WhatsApp Group
Join Now