দুর্গাপুর, ২8 এপ্রিল ২০২৪: বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বিজেপি দিলীপ ঘোষকে প্রার্থী করার পর থেকে উজ্জীবিত বিজেপি কর্মীরা। ভোটের দিন যত কাছে আসছে তত উত্তপ্ত হচ্ছে পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের রাজনৈতিক পরিবেশ। শনিবার রাতে তৃণমূল বিজেপির সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল বি-জোন এলাকা।
এলাকার তৃণমূল নেতা অভিষেক রায় ওরফে রকি বিজেপিতে যোগ দেয় শনিবার রাতে। অভিযোগ, খবর চাউর হতেই তৃণমূল ও বিজেপির বিরাট সংঘর্ষ শুরু হয় বি-জোনের নিউটন এলাকায়। ইট, লাঠি নিয়ে চলে বিরাট গন্ডগোল। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয় এলাকাবাসী আতঙ্কিত হয়ে পরে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় দুর্গাপুর থানার পুলিশ। পরিস্থিতি সামাল দিতে রীতিমত হিমশিম খেতে হয় পুলিশকে। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় দুই পক্ষের সমর্থকদের।
( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466 )
বিজেপি নেতা পারিজাত গঙ্গোপাধ্যায় জানিয়েছে, ওই এলাকার একটি ক্লাবে তারা দলীয় কর্মীদের নিয়ে বৈঠক করছিলেন। সেই সময়ে তৃণমূলের দুষ্কৃতীরা তাদের ওপর চড়াও হয়। শুরু হয় ইঁট বৃষ্টি। লাঠি নিয়ে তাদের মারধর করা হয়েছে বলেও অভিযোগ। পরিজাতের পাল্টা হুঁঙ্কার, ওরা ইট ছুঁড়লে আমরাও বোল্ডার ছুঁড়বো। তৃণমূল নেতা বান্টি সিং জানিয়েছেন, তাঁরা তৃণমূলের সৈনিক। মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে নির্বাচনী প্রচার করছেন, দেওয়াল লিখছেন। তারই মাঝে তাঁরা খবর পান তাদের ক্লাবে ইট ছুঁড়ছে বিজেপির দুষ্কৃতীরা। বান্টির দাবি, তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন। বিজেপির এটাই কালচার বলেও অভিযোগ তোলেন তিনি।
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।