
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৪ মার্চ ২০২৪: দুর্গাপুরের গোপালপুর উত্তরপাড়ায় তৃণমূল কর্মী খুনের প্রতিবাদে আরও দুই অভিযুক্তকে দ্রুত গ্রেফতারের দাবিতে রবিবার সন্ধ্যায় মোমবাতি মিছিল করলেন স্থানীয়রা। মঙ্গলবার রাতে পবিত্র বিশ্বাস নামে এক তৃণমূল কর্মীকে পিটিয়ে খুন করার অভিযোগ ওঠে এলাকারই এক সুদ কারবারি ও তার পরিবারের বিরুদ্ধে।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
ঘটনার পর থেকেই অভিযুক্ত শম্ভু দাস ও তার পরিবার পলাতক ছিল। উত্তেজিত জনতা শম্ভু দাসের বাড়ি ভাঙচুর করে। জ্বালিয়ে দেওয়া হয় তার গাড়ি। তাদের গ্রেফতারের দাবিতে মৃত তৃণমূল কর্মীর দেহ অভিযুক্তের বাড়ির সামনে রেখে বিক্ষোভে সামিল হন এলাকাবাসী। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে সরব হন স্থানীয়রা।
শেষ পর্যন্ত কাঁকসা থানার পুলিশ গ্রেফতার করে অভিযুক্ত শম্ভু দাস ও তার স্ত্রী পূর্ণিমাকে। কিন্তু সাত জনের নামে খুনের অভিযোগ করার পর বাকিরা আজও কেন অধরা, সেই প্রশ্ন তুলে পুলিশের ভূমিকার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সন্ধ্যায় মোমবাতি মিছিল করেন এলাকাবাসী।
পাঠক ও দর্শকদের সবাইকে দোলের শুভেচ্ছা।
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।