
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৪ মার্চ ২০২৪: শেষ পর্যন্ত বিজেপি দিলীপ ঘোষকে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী করল। বিদায়ী সাংসদ সুরেন্দ্র সিং আলুওয়ালিয়াকে যে ফের আর এই কেন্দ্রে প্রার্থী করা হবে না, তা এক প্রকার নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। তবে এই আসনে অগ্নিমিত্রা পালের দাঁড়ানোর সম্ভাবনার কথাও শোনা গিয়েছিল।
তাঁর নামে দুর্গাপুরের এমএএমসি টাউনশিপের স্বপ্না মার্কেট, বি-ওয়ান মোড়ে দেওয়াল লিখনও হয়েছিল। যদিও দলীয় নেতৃত্বের নির্দেশে দ্রুত তাঁর নাম মুছে দেন। শেষ পর্যন্ত রবিবার সন্ধ্যায় দিলীপ ঘোষের নাম ঘোষণা করা হল এই কেন্দ্রের প্রার্থী হিসাবে। যদিও মেদিনীপুর ছেড়ে প্রথমে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের প্রার্থী হতে নাকি রাজি হননি দিলীপ ঘোষ। কিন্তু দল তাঁকে বর্ধমান-দুর্গাপুরেই পাঠিয়ে দিল।
পাঠক ও দর্শকদের সবাইকে দোলের শুভেচ্ছা।
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।