
দুর্গাপুর দর্পণ, অন্ডাল, ৫ ফেব্রুয়ারি ২০২৪: আচমকা বাড়ির মেঝেতে ধস। ক্ষতিগ্রস্ত ন’টি বাড়ি। আতঙ্কিত অন্ডালের কাজোড়ার কুষ্ঠ কলোনির বাসিন্দারা। ঘটনাস্থলে ইসিএল এর আধিকারিকরা ও প্রশাসনের আধিকারিকরা। ক্ষতিগ্রস্তদের অন্যত্র সরানোর ব্যবস্থা করা হয়। ক্ষতিগ্রস্ত এলাকায় ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে।
সোমবার দুপুর তিনটে নাগাদ অন্ডালের কাজোড়ার কুষ্ঠ কলোনি এলাকার একটি বাড়ির ভেতর ধসের ঘটনা ঘটে। এলাকার আরও কয়েকটি বাড়িতে ধসের ঘটনা ঘটতেই ব্যপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয় বাসিন্দা পারুল মালি অভিযোগ করেন, সোমবার দুপুরে তার মেয়ে বাড়িতেই ছিল। তখনই বাড়ির মেঝেতে ধস দেখা দেয়। সেই ধসে তার মেয়ের পা ঢুকে যায়। চরম আতঙ্কিত হয়ে পড়েন। কীভাবে রাত কাটাবেন সেটা নিয়েই চিন্তিত তাঁরা। ওই পরিবারগুলিকে স্থানীয় একটি ক্লাবে থাকার ব্যবস্থা করা হয়েছে। নজরদারি চালাচ্ছে অন্ডাল ব্লক প্রশাসনের আধিকারিকদের পাশাপাশি ইসিএল কর্তৃপক্ষও।