
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৫ ফেব্রুয়ারি ২০২৪: মদ ব্যবসায়ীর চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে কয়েক লক্ষ টাকা ছিনতাই করে চম্পট দিল দুষ্কৃতীরা। সোমবার পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের অন্ডাল থানার উখড়া বাজপেয়ী মোড়ে ঘটনাটি ঘটে। এসিপি পিন্টু মুখার্জি বলেন, অভিযোগ হয়েছে। তদন্ত শুরু হয়েছে।
জানা গিয়েছে, উখরার মদ ব্যবসায়ী তাপস শো মন্ডল মদের দোকান থেকে ৪লক্ষ ৬৫হাজার টাকা নিয়ে স্কুটি করে উখরা বাজারের একটি গলি হয়ে উখরার একটি ব্যাঙ্কে যাচ্ছিলেন। ভরা বাজারে হেলমেট পড়া তিন দুষ্কৃতী তাঁকে আটকে চোখে লঙ্কার গুঁড়ো ছুড়ে দেয়। তিনি কিছু বুঝে ওঠার আগেই টাকার ব্যাগ নিয়ে চম্পট দেয়। ঘটনাস্থলে যায় অন্ডাল থানার পুলিশ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।