দুর্গাপুরের রাজেন্দ্র একাডেমি প্রাঙ্গনে অনুষ্ঠিত হল জমজমাট বসন্ত উৎসব

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৪ মার্চ ২০২৪: প্রতিবছরের মতো এ’বছরও পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের রাজেন্দ্র একাডেমি প্রাঙ্গনে অনুষ্ঠিত হল বসন্ত উৎসব। রাজেন্দ্রনাথ গ্রুপ অফ ইনস্টিটিউশন এর পক্ষ থেকে এই উৎসবের আয়োজন করা হয়।

উৎসবের বিশেষ আকর্ষণ ছিল ‘রংবাহার’ শীর্ষক আলপনা প্রতিযোগিতা। সেখানে প্রায় ২০ জন প্রতিযোগীর মধ্য থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীকে নির্বাচিত করা হয়। আলপনা প্রতিযোগিতা আয়োজনের দায়িত্ব ছিলেন ফাইন আর্টস বিভাগের শিক্ষক প্রবীর বাইন। তাঁর সহযোগিতায় প্রতিযোগিতাটি সফলভাবে অনুষ্ঠিত হয়।

এরপর গ্রুপের কর্ণধার জয়ন্ত কুমার চক্রবর্তীর উপস্থিতিতে শুরু হয় মূল অনুষ্ঠান। শান্তিনিকেতনের আঙ্গিকে ‘ওরে গৃহবাসী’ গানের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। নাচ, গানের মাধ্যমে বসন্তের আবাহনে মেতে ওঠেন কলেজের ছাত্র-ছাত্রীরা। সঙ্গীত পরিবেশনে অংশগ্রহণ করেন এই প্রতিষ্ঠানের শিক্ষিকা পল্লবী চট্টোপাধ্যায়, স্বচ্ছতোয়া ঘোষাল ,আর্য ঘোষ এবং অন্যান্য ছাত্রছাত্রীরা।

( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466 )

নৃত্য পরিবেশনে ছিলেন প্রতিষ্ঠানের নৃত্য বিভাগের শিক্ষিকা পল্লবী সাহা। তাঁর সহযোগিতায় এই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা অনুষ্ঠানে মেতে ওঠেন। ছাত্রীদের মধ্যে অংশগ্রহণ করেন পবিত্রা, ঋষিতা, দেবলীনা চৌধুরী, পিউ, দেবলীনা নাথ, দেবপ্রিয়া, রিনা, প্রীতি,বন্দনা, অনন্যা, মৌমিতা প্রমুখ।

প্রতিষ্ঠানের ছাত্রী শর্মিতা বাগচী একটি সুন্দর রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আবৃত্তি করে সকলকে মুগ্ধ করেন। সবমিলিয়ে একটি জমজমাট বসন্ত উৎসবের আয়োজন করা হয় রাজেন্দ্র একাডেমি প্রাঙ্গণে। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে ছাত্র-ছাত্রী থেকে শুরু করে শিক্ষক-শিক্ষিকা, সকলে মিলে রঙের উৎসবে মেতে ওঠেন।

পাঠক ও দর্শকদের সবাইকে দোলের শুভেচ্ছা।

(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

 

Leave a Comment

error: Content is protected !!
mission hospital advt