দুর্গাপুর দর্পণ ডেস্ক, ১২ জানুয়ারি ২০২৪: চোখের জটিলতম সমস্যা হিসাবে হাজির ‘ড্রাই আইজ’ (Dry Eyes)! খুব সাবধান। মন দুঃখে ভেঙে পড়ছে। অথচ কান্নার সময় চোখ দিয়ে একফোঁটা জলও বেরোচ্ছে না। এমন হলে তা ‘স্টিভেন জনসন সিনড্রোম’ বা ড্রাই আইজ যা ডেকে আনতে পারে অন্ধত্ব।
ড্রাই আইজের সমস্যা নিয়ে রোগীরা অনেকেই হাসপাতালে আসছেন আজকাল। সাধারণত চোখ জ্বালা করে। তাই লুব্রিক্যান্ট দেওয়া হয়। তবে স্থায়ী সমাধান করতে গেলে গলার ভিতরের যে অংশে লালারস উৎপাদন হয় সেখানে অস্ত্রোপচার করে চোখের সঙ্গে যুক্ত করা হয়। তাহলে আবেগ বা দুঃখে চোখ ভিজে যায়। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
WhatsApp Group
Join Now