দুর্গাপুর, ২৮ এপ্রিল ২০২৪: দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির হোস্টেলে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এর পড়ুয়াকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে তার সহপাঠীরা। চিকিৎসক ও ডাইরেক্টরের চরম গাফিলতিতেই পড়ুয়ার মৃত্যু হয়েছে বলে দাবি পড়ুয়াদের। চরম উত্তেজনা ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি চত্বরে।
জানা গিয়েছে মৃত ছাত্রের নাম অর্পণ ঘোষ (২২)। বাড়ি হুগলিতে। এদিন সকালে অর্পণ পরীক্ষা দিতে আসে। তারপর হোস্টেলে ফেরে। তৃতীয়বর্ষের ইঞ্জিনিয়ারিং পড়ুয়া ডোনা রায় জানিয়েছেন, দুপুরে অর্পণের সহপাঠীরা হোস্টেলে যেতেই অর্পণকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। বন্ধুরাই তাকে আশঙ্কাজনক অবস্থায় ক্যাম্পাসের ভিতরে হাসপাতালে নিয়ে যায়। ডোনা বলেন, অর্পণ আশঙ্কাজনক দেখেও চিকিৎসক চিকিৎসা না করে আইকার্ড দেখতে চায়। আইকার্ড আনতে বেশ খানিকটা দেরি হয়। আইকার্ড আনা হলে চিকিৎসক জানিয়ে দেন বাইরের হাসপাতালে নিয়ে যেতে। অ্যাম্বুলেন্স না থাকায় অর্পণকে হাসপাতালে নিয়ে যেতে দেরি হয়। গান্ধী মোড়ের বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসা তাকে মৃত বলে ঘোষণা করে।
কর্তৃপক্ষের গাফিলতিতেই অর্পণের মৃত্যু হয়েছে বলে দাবি পড়ুয়াদের। এরপরই শুরু হয় দফায় দফায় বিক্ষোভ। ব্যাপক উত্তেজনা দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে। ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। ডাইরেক্টরের সামনেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে ধস্তাধস্তিও শুরু হয় পড়ুয়াদের। পরিস্থিতি প্রায় আয়ত্ত্বের বাইরে চলে যায়। পুলিশের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। যদিও সংস্থার ডাইরেক্টর অরবিন্দ চৌবে বলেন,”ওই পড়ুয়ার মৃত্যুতে আমরাও শোকাহত। কি কারনে মৃত্যু তা খতিয়ে দেখার জন্য কমিটিও গঠন করা হবে।”