Durgapur: বিজেপিতে যোগ দিতেই সদ্য প্রাক্তন তৃণমূল নেতার বাড়িতে বোমাবাজি!

দুর্গাপুর, ২৯ এপ্রিল ২০২৪: বিজেপিতে যোগ দিতেই সদ্য প্রাক্তন তৃণমূল নেতার বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠল পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের ডিএসপি টাউনশিপের কনিষ্ক রোড এলাকায়। অভিযোগের তির তৃণমূলের দিকে। দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
শনিবার মায়াবাজারে বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুইয়ের হাত থেকে পতাকা নিয়ে বিজেপিতে যোগ দেন তৃণমূল নেতা অভিষেক রায় ওরফে রকি। সেই রাতেই তৃণমূলের সঙ্গে বিজেপির সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠে এলাকা। ইটের আঘাতে জখম হন কয়েকজন। রবিবার রাতে ফের বোমাবাজিতে উত্তপ্ত হয়ে উঠল এলাকা। অভিষেকের বাড়িতে বোমাবাজি করা হয় বলে অভিযোগ।
( Dr. BC Roy Engineering College & Group of Instutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। যোগাযোগ- 933927844, 9832131164, 9932245570, 9434250472)
অভিষেকের অভিযোগ, রাতে তিনি বাড়ি ফিরে বাড়ির ভিতর বাইক রাখছিলেন। তখন তাঁকে লক্ষ্য করে ৩টি বোমা ছোড়া হয়। দুটি বোমা ফাটে। বিকট শব্দে পাড়ার লোকজন বেরিয়ে আসেন। কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। আতঙ্ক ছড়ায়। তৃণমূল নেতা বান্টি সিংয়ের নেতৃত্বে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা একাজ করেছে বলেও অভিযোগ তোলেন তিনি।
পুলিশ গিয়ে একটি বোমা উদ্ধার করে নিয়ে যায়। ঘটনায় জড়িতদের খুঁজে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয় পুলিশ। যদিও জেলা তৃণমূল নেতৃত্বের বক্তব্য, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব বেড়েছে। আদি ও নব বিজেপিদের মধ্যে এই ঝামেলা লেগেই রয়েছে। তা ঢাকতে অযথা তৃণমূলকে দোষারোপ করা হচ্ছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।