দুর্গাপুর দর্পণ ডেস্ক, ২৮ এপ্রিল ২০২৪: পশ্চিম বর্ধমান জেলার চাকরিহারাদের নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করে তৃণমূল পরিচালিত মাধ্যমিক শিক্ষক সমিতি। এই সভায় উপস্থিত ছিলেন বিধায়ক তথা তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। বৈঠকের আয়োজন করা হয় দুর্গাপুরের নেপালিপাড়া হিন্দি হাইস্কুলে। নির্বাচনবিধি লঙ্ঘন করে সরকারি স্কুলে কীভাবে তৃণমূলের জেলা সভাপতি এই বৈঠক করলেন, তা নিয়েই উঠেছে প্রশ্ন।
রবিবার দুর্গাপুরের নেপালিপাড়া হিন্দি হাইস্কুলে পশ্চিম বর্ধমান জেলার ৫৪৩ জন চাকরিহারাদের নিয়ে আইনি সহায়তা দেওয়ার জন্য একটি আলোচনা সভার আয়োজন করা হয়। তৃণমূল পরিচালিত মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে এই উদ্যোগে নেওয়া হয়েছিল। চাকরি হারাদের পাশে দাঁড়ানো এবং আইনি সহায়তা দেওয়ার আশ্বাস দেয় শাসক দলের শিক্ষক সংগঠনের নেতৃত্বরা। সভায় উপস্থিত ছিলেন বিধায়ক তথা তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। আলোচনা শেষে চাকরি হারা প্রত্যেক শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে কথা বলেন তৃণমূলের জেলা সভাপতি।
( Dr. BC Roy Engineering College & Group of Instutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। যোগাযোগ- 933927844, 9832131164, 9932245570, 9434250472)
বৈঠক শেষে তিনি বলেন, “এখন তো এমন অবস্থা হয়েছে অনেক বিচারক ভাবছেন মানুষকে উত্তক্ত করে বিজেপির পদলেহন করে তমলুকে দাঁড়ানো যায়। তেমনি অনেকে ভাবছেন রাজ্যপাল হবেন, রাজ্যসভার সাংসদ হবেন। যে মানুষগুলো পরীক্ষা দিয়ে পাশ করে চাকরি পেয়েছিল, আদালত তাদের বেছে দিয়েছিল। তাদেরকে এভাবে উত্ত্যক্ত করা, সন্ত্রস্ত করা! মনে হয় না এতে সমাজের প্রতি ভালো বার্তা দেওয়া হচ্ছে।”
নির্বাচনের আবহে কীভাবে নির্বাচনবিধি লঙ্ঘন করে সরকারি স্কুলে বিধায়ক তথা তৃণমূলের জেলা সভাপতি বৈঠক করেন, তা নিয়ে প্রশ্ন তুলছে বিজেপি। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়ুই বলেন, “তৃণমূল হার নিশ্চিত বুঝে আদালতের নির্দেশে যাদের চাকরি গেছে তাদের চাকরি ফিরিয়ে দেওয়ার কথা বলছে। নির্বাচনবিধি লঙ্ঘন করে সরকারি স্কুলে বৈঠক করতে পারেন না তৃণমূল।” তিনি আরও জানান, নির্বাচন কমিশনে অভিযোগ করা হবে পুরো বিষয়টি জানিয়ে। পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি নুরুল হক বলেন, “বিজেপি কী বলল তাতে কিছু যায় আসে না। যারা যোগ্য পশ্চিম বর্ধমান তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি তাদের পাশে দাঁড়িয়েছে সুবিচারের জন্য।” তিনি আরও জানান, সংগঠন সবসময় মানুষের পাশেই থাকে।(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।