দুর্গাপুর দর্পণ ডেস্ক, ৩১ জুলাই ২০২৪: সিভিল সার্ভিস (UPSC) পরীক্ষায় এবার বাংলা দারুণ সাফল্য পেয়েছে। ২০২৩ সিভিল সার্ভিস পরীক্ষায় রাজ্য থেকে সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১৫ জন। তাঁদের মধ্যে ৭ জনই প্রশিক্ষণ নিয়েছেন মুখ্যমন্ত্রীর উদ্যোগে সল্ট লেকে গড়ে তোলা সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিস স্টাডি সেন্টার থেকে। সরকারি খরচে উচ্চমানের প্রশিক্ষণ দেওয়া হয় সেখানে।
( BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
জানা গিয়েছে, এবার যে ১৫ জন উত্তীর্ণ হয়েছেন তাঁদের মধ্যে রয়েছেন চারজন IAS, একজন IRS, দুজন IPS, চারজন IFS, একজন IIS, একজন IDES, একজন IRMS। মুখ্যমন্ত্রী হবু আমলাদের ইতিমধ্যেই শুভেচ্ছা জানিয়ে চিঠি দিয়েছেন বলে জানা গিয়েছে। ২০২৪ ইউপিএসসিতেও সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিসেস স্টাডি সেন্টারের ৫৪ জন পড়ুয়া প্রিলিমসে পাশ করেছেন। তাঁরা চূড়ান্ত পর্বের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন। (বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।