
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৫ মার্চ ২০২৪: মিড ডে মিল নিয়ে হাজারো অভিযোগ। ব্যাপক উত্তেজনা পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের এমএএমসি বি-ওয়ান এলাকার অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে। নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ তুলে অভিভাবকেরা গেটে ধাক্কাধাক্কি শুরু করে দেন। খবর পেয়ে আছে নিউ টাউনশিপ থানার পুলিশ। পুরো ঘটনা খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়।
অভিভাবকের অভিযোগ, পঠন পাঠন হয় না বললেই চলে। মিড ডে মিলে পুষ্টিকর খাবারও দেওয়া হয় না। ছুটির পর বিদ্যালয়ে অসামাজিক কাজকর্ম হয়। বিদ্যালয়ের গেটে ধাক্কা দিয়ে শিক্ষক শিক্ষিকাদের সাথে বচসায় জড়িয়ে পড়েন অভিভাবকরা। বিক্ষোভকারী স্বাধীন রায় অভিযোগ তোলেন, এই বিদ্যালয়ে দীর্ঘদিন ধরেই পঠন পাঠন তলানিতে ঠেকেছে। পড়ুয়াদের পাতে পুষ্টিকর খাবার পড়ে না। শিক্ষক শিক্ষিকারা নিয়মিত বসে গল্প করেন। বিদ্যালয় কর্তৃপক্ষকে অভিযোগ জানাতে গেলেও মেলে না কোনও সদুত্তর।
মিড ডে মিলের খাবারের টাকা কোথায় যাচ্ছে? সেই অভিযোগও তোলেন অভিভাবকেরা। দ্রুত পুষ্টিকর খাবার দেওয়া এবং পঠন-পাঠনে জোর দেওয়ার দাবিও তোলেন তাঁরা। নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যালয়ের এক সহ-শিক্ষিকা অভিযোগ অস্বীকার করে বলেন, “এই বিদ্যালয়ে সঠিক পঠন-পাঠন হয়। খাবারও ঠিকঠাক দেওয়া হয়। যারা বিক্ষোভ করছেন তাঁদের মধ্যে অভিভাবক কেউ নেই।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।