দুর্গাপুর দর্পণ ডেস্ক: এশিয়ার সব থেকে ধনী গ্রাম রয়েছে ভারতে। কোন রাজ্যে জানেন? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাতে রয়েছে এশিয়ার সবচেয়ে ধনী গ্রাম। গুজরাতের কচ্ছে রয়েছে মাধাপুর গ্রাম। গ্রামের বাসিন্দাদের ব্যাঙ্কে রয়েছে কোটি কোটি টাকা। গ্রামে সরকারি ও বেসরকারি মিলিয়ে রয়েছে মোট ১৭টি ব্যাঙ্ক। গ্রামের জনসংখ্যা প্রায় ৩২ হাজার। প্রায় ২০ হাজার বাড়ির অন্তত ১২০০ জন কর্মসূত্রে থাকেন বিদেশে।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
জানা গিয়েছে, আফ্রিকার বিভিন্ন দেশে মূলত তাঁরা নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত। এছাড়া অন্যান্য দেশেও ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন তাঁরা। প্রতি বছর বিদেশ থেকে তাঁরা কোটি কোটি টাকা বাড়িতে পাঠান। সেই টাকা জমানো হয় ব্যাঙ্ক ও ডাকঘরে। গ্রামের বাসিন্দারা পৃথিবীর যে প্রান্তেই থাকেন না কেন তাঁদের নিজেদের রোজগার তাঁরা গচ্ছিত রাখতে পছন্দ করেন গ্রামের ব্যাঙ্ক বা ডাকঘরেই। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।