দুর্গাপুর দর্পণ ডেস্ক, ২২ জুলাই ২০২৩: চন্দ্রযান-৩ এর পর এবার মহাকাশে আদিত্য-এল১ পাঠাচ্ছে ইসরো (ISRO)। চলতি মাসের শেষে অথবা সেপ্টেম্বরের শুরুতে রওনা দেবে ভারতের এই সৌরযান। আদিত্যকে পূথিবী এবং সূর্যের মাঝে একটি নির্দিষ্ট অবস্থানে বসানো হবে।
সূর্য গ্রহণের সময় যেমন হয়, সেভাবে আদিত্যের সামনে একটি চাকতি (ডিস্ক) দিয়ে সূর্যকে আড়াল করা হবে। ফলে সূর্যের শুধু করোনা অংশটি বাইরে থাকবে। আদিত্য সেই করোনা থেকে নির্গত তরঙ্গ, চৌম্বকীয় ক্ষেত্র পর্যবেক্ষণ করবে। সৌরঝড় এবং সূর্যের অন্যান্য রহস্য সম্পর্কে এখনও অনেক কিছুই অজানা। আদিত্যের দেওয়া তথ্য ভবিষ্যতে রহস্য সমাধানে কাজে আসবে বলে মনে করা হচ্ছে।
WhatsApp Group
Join Now