দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২১ আগস্ট ২০২৩: গত ৯ আগস্ট পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের Dr. B. C. Roy Engineering College (BCREC) এর Civil Engineering বিভাগের পক্ষ থেকে “Green Technology Application for Steep Slope Stabilisation for Infrastructure Protection” শীর্ষক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সেমিনারের আয়োজন করা হয়। কলেজের Civil Engineering ভবনে আয়োজিত ওই সেমিনারের মুখ্য বক্তা ছিলেন সৈয়দ শামসুন নবী এবং প্রদীপ কুমার চৌধুরী। এছাড়াও ভার্চুয়ালি বক্তব্য রাখেন ড: সি কে অশোক কুমার চৌধুরী, বেনিট ক্যাস্টরিনা, অধ্যাপক মাদস্বামী মনি প্রমুখ।
কলেজের অধ্যক্ষ সঞ্জয় এস পাওয়ার সেমিনারে উপস্থিত ছিলেন। তিনি সেমিনারে আলোচিত বিষয়বস্তুর গুরুত্ব উপস্থিত পড়ুয়াদের সামনে তুলে ধরেন। Civil Engineering বিভাগের প্রধান ড: সঞ্জয় সেনগুপ্ত আগত অতিথিদের অভ্যর্থনা জানান। আজকের দিনে জাতীয় সড়ক, সেতু, জলবিদ্যুৎ প্রকল্প প্রভৃতি নির্মাণের সময় ভূমিক্ষয় রোধ করতে মাটির ঢাল গড়ে তোলার জন্য কি কি টেকনোলজি ব্যবহার করা হয় তা পড়ুয়াদের সামনে ব্যাখ্যা করেন বক্তারা। কারণ, ভূমিক্ষয় হলে এইসব কাঠামোর ভিত নড়বড়ে হয়ে পড়বে এবং ধ্বসে যাবে। সৈয়দ শামসুন নবী সঙ্গে করে কিছু ভেটিভার (Vetivers) গাছের চারা নিয়ে এসেছিলেন। এই গাছের মূল ভূমিক্ষয় রোধে কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা তিনি পড়ুয়াদের সামনে তুলে ধরেন। BCREC ক্যাম্পাসের Water Resources Engineering laboratory-তে এই ভেটিভারের চারাগুলি রোপন করা হয়েছে। সেমিনারে প্রায় ৮০ জন পড়ুয়া উপস্থিত ছিলেন। সেমিনারটি সুচারুভাবে সম্পন্ন করায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেন অধ্যাপক মোঃ হামজালা আলম এবং অধ্যাপক অমিত কোটাল।