দুর্গাপুর দর্পণ ডেস্ক, ২৩ আগস্ট ২০২৩: নেপালের ((Nepal) যুবতী সঙ্গীতা কুমারীর ফেসবুকে প্রেম হয় ভারতের বিহারের দ্বারভাঙার গোবিন্দ কুমারের সঙ্গে। বছর দুয়েক আগে নেপালের মন্দিরে বিয়ে হয় তাঁদের। পরে সমস্তিপুরে চাকরি সূত্রে বদলি হয় গোবিন্দ। দ্রুত ফিরে যাওয়ার প্রতিশ্রুতি দিলেও আর সে ফেরেনি নেপালে।
সম্প্রতি স্বামী ও দুই সন্তান ছেড়ে সম্প্রতি গোবিন্দের খোঁজে ভারতে আসেন সঙ্গীতা। এরপর তিনি যা দেখলেন, তাতে তাঁর ভিড়মি খাওয়ার জোগাড়! দেখলেন প্রেমিক বিবাহিত! বিয়ে হয়েছে ৮ বছর আগে। রয়েছে ২ বছরের মেয়ে। অশান্তি চরমে ওঠে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
WhatsApp Group
Join Now