দুর্গাপুর দর্পণ, ২৮ জুন ২০২৪: শুক্রবার পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের অমরাবতী ডিফেন্স কলোনিতে বেআইনি নির্মাণ ভাঙতে তৎপর হল আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ (এডিডিএ) ও দুর্গাপুর পুরসভা। অশান্তি এড়াতে বিশাল পুলিশ বাহিনী নিয়ে চিহ্নিত করে দেওয়া হয় বেআইনি নির্মাণগুলিকে। সরকারি জমি বিক্রি করার অভিযোগ রয়েছে ডিফেন্স কলোনির সমবায় সমিতির সম্পাদকের বিরুদ্ধে। যদিও অভিযোগ ভিত্তিহীন বলে দাবি সমবায় সমিতির সম্পাদক বিশ্বজিৎ বিশ্বাসের।
জানা যায়, ১৯৭৩ সালে এডিডিএ অবসরপ্রাপ্ত সেনা কর্মীদের জন্য ৯৯৯ বছরের লিজে আবাসনের জমি বরাদ্দ করে বিধাননগরের অমরাবতীতে। এখন সেখানে প্রাক্তন অবসরপ্রাপ্ত সেনা কর্মীর সংখ্যা ৪৮ জন। সিভিলিয়ান রয়েছেন ২০১ জন। অভিযোগ, এই জমি বাসস্থানের জন্য দেওয়া হলেও গুদাম বানিয়ে বেআইনি ভাবে ভাড়া দেওয়া হচ্ছে। তা নিয়ে আদালতে মামলা হয়। আদালত বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ দিলেও অমরাবতীর বাসিন্দাদের একাংশের আপত্তিতে তা হয়ে ওঠেনি।
( BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি জমি থেকে বেআইনি দখলদার উচ্ছেদ নিয়ে সম্প্রতি কড়া বার্তা দেন। এরপরেই শুক্রবার এডিডিএ ও পুরসভার আধিকারিকেরা পুলিশ নিয়ে অমরাবতীতে পৌঁছে যান। শুরু হয় বেআইনি নির্মাণ মার্কিং এর কাজ। ডেপুটি ম্যাজিস্ট্রেট পদমর্যাদার এক আধিকারিক বলেন, আইন মোতাবেক কাজ হচ্ছে। ডিফেন্স কলোনির এক্স সার্ভিস ম্যান সমবায় সমিতির সম্পাদক বিশ্বজিৎ বিশ্বাসের নামে বেআইনি দখলের অভিযোগ নিয়ে আদালতে মামলা হয়। যদিও অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন বিশ্বজিৎ বিশ্বাস। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।