দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৩ অক্টোবর ২০২৩: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলায় দুটি পুরসভা। আসানসোল ও দুর্গাপুর। আসানসোল পুরসভায় সাফাই কর্মীদের দৈনিক মজুরি দেওয়া হয় ৩৪৭ টাকা করে। দুর্গাপুরে দেওয়া হয় মাত্র ২০২ টাকা। এই বৈষম্যের মানে কী? এই প্রশ্নের উত্তর চেয়ে শুক্রবার আইএনটিইউসি অনুমোদিত ডিএমসি ক্যাজুয়াল সাফাই কর্মী ইউনিয়ন পুরসভার সামনে অবস্থান করে।
ইউনিয়নের সাধারণ সম্পাদক তথা আইএনটিইউসি জেলা সভাপতি সুভাষ সাহা জানান, দুর্গাপুরে ৪৩ টি ওয়ার্ডের ২০০০ সাফাই কর্মী রয়েছেন। দৈনিক মজুরি এত কম দেওয়া হয়। তার উপর পিএফের গত ৪ বছর ধরে ৬,৫৮,৫৩,৮৫৩ টাকা আটকে রাখা হয়েছে। এদিন সাফাইকর্মীরা কাজ বন্ধ করে সকাল থেকে দুপুর পর্যন্ত অবস্থান করেন। দ্রুত সমস্যা না মিটলে লাগাতার আন্দোলনের হুমকি দিয়েছেন তাঁরা। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।