You are currently viewing স্বামী-স্ত্রী’র চুলোচুলি ঘিরে তোলপাড় দুর্গাপুর আদালত!

স্বামী-স্ত্রী’র চুলোচুলি ঘিরে তোলপাড় দুর্গাপুর আদালত!

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৩ অক্টোবর ২০২৩: স্বামী-স্ত্রীর চুলোচুলি! তোলপাড় পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুর আদালত চত্বর। পরিস্থিতি সামাল দিতে রীতিমতো বেগ পেতে হয় পুলিশকে। জানা গিয়েছে, স্বামীর বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে স্ত্রী’র। শুক্রবার দুপুরে মহিলা দুর্গাপুর মহকুমা আদালতের এক আইনজীবীর কাছে পরামর্শের জন্য আসেন।। অন্যদিকে, ওই একই সময়ে মহিলার স্বামীও আসেন আদালত চত্বরে।

দেখুন সেই ভিডিও

স্বামীকে দেখেই তার উপর ঝাঁপিয়ে পড়েন স্ত্রী। স্বামী-স্ত্রীর চুলোচুলি দেখতে রীতিমতো ভিড় জমে যায়। স্বামীর ফোন ভেঙে দেন স্ত্রী। স্বামী তখন স্ত্রীর ফোন কেরে নেন। স্বামী-স্ত্রীর এমন কর্মকান্ডে আদালত চত্বরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত দুর্গাপুর থানার পুলিশ কোনওক্রমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Reply