দুর্গাপুর দর্পণ, বুদবুদ, ১১ আগস্ট ২০২৪: মাত্র ৮০০ টাকা নিয়ে বিজেপি কর্মীর সঙ্গে বিবাদের জেরে খুন হতে হল মামাকে। এমনই অভিযোগ তুললেন ভাগ্নে। পূর্ব বর্ধমান জেলার (Purba Bardhaman) বুদবুদ থানার চাঁকতেঁতুল গ্রাম পঞ্চায়েতের সাঁকুড়ি এলাকার ঘটনা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে সাঁকুড়ি এলাকায় বিজেপি কর্মী অর্জুন আঁকুড়ের সঙ্গে টাকা নিয়ে বচসা শুরু হয় ভোলা বাগদির। অর্জুনের কাছে ৮০০ টাকা ধার নিয়েছিলেন ভোলা। সেই টাকা চাওয়া নিয়ে বচসা থেকে হাতাহাতি। ভাগ্নে মার খাচ্ছে দেখে প্রতিবাদ করেন মামা সঞ্জয় বাগদি। টাকা ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ায় তখনকার মতো মিটে যায় বিষয়টি।
( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466)
ভোলা অভিযোগ করেন,”অর্জুন আঁকুরে আমাকে মারছে দেখে মামা প্রতিবাদ করেন। তখন কার মতো পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। কিছুক্ষণ পর আবার অর্জুন আঁকুরে দলবল নিয়ে মামার উপর চড়াও হয়। শ্বাস রোধ করে ঠেলে ফেলে দেওয়া হয় মামাকে। তারপরেই পালিয়ে যায় তারা। মামাকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি মৃত বলে ঘোষণা করেন। পুলিশের কাছে আমরা লিখিত অভিযোগ দায়ের করেছি। অর্জুন বাগদির শাস্তি দাবি করছি।”
এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূল পরিচালিত চাঁকতেতুল গ্রাম পঞ্চায়েতের প্রধান অনুপ মেটে বলেন, “আমরা ঘটনা সম্পর্কে জানতে পেরেছি। পুলিশের উপর আস্থা আছে। যে এই ঘটনা ঘটিয়েছে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।” বর্ধমান সদরের বিজেপির সহ-সভাপতি রমন শর্মা বলেন, “বিজেপি কারওর মৃত্যু কামনা করে না। যে কোনও মৃত্যুই বেদনা দায়ক। যে দোষ করেছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নিক পুলিশ। এটা পাড়ার বিষয়। তৃণমূলের পায়ের তলায় মাটি সরে যাচ্ছে। তাই কিছু হলেই বিজেপির ঘাড়ে দোষ চাপাচ্ছে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।