সনাতন গড়াই, দুর্গাপুর: দুর্গাপুরে দুর্গাপুজো মন্ডপের নিরাপত্তার দায়িত্বে মুসলিম যুবকেরা। ধর্মের সীমা রেখা ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে সেপকো টাউনশিপের দুর্গাপুজোয়। এবারের থিম রাজপুতানা। থিমে ফুটে উঠেছে সেখানকার নানান বৈচিত্র। মন্ডপে চতুর্থীর সন্ধ্যায় গিয়ে দেখা গেল, ১৩ জন মুসলিম যুবক মন্ডপের নিরাপত্তার দায়িত্বে রয়েছে। ভিড় নিয়ন্ত্রণ করছে শেখ সাইফুল, শেখ সোলেমান, শুকুর আলী, শেখ জাহিরুলরা।
সেপকো টাউনশিপের দুর্গাপুজা উদ্যোক্তাদের বক্তব্য, “এটাই আমাদের বাংলা, আমাদের সংস্কৃতি। আমরা সকলেই একত্রিত হই দশভুজার আরাধনায়।” তাঁরা জানান, দুর্গাপুর-ফরিদপুর ব্লকের ধবনি ও লবণাপাড়া এলাকা। সেখানকার মুসলিম যুবকরা দুর্গাপুজোর সময় মন্ডপে মন্ডপে নিরাপত্তারক্ষীর কাজ করে থাকে। সেপকো টাউনশিপের পুজোয় ওই দুই এলাকা থেকে একজন হিন্দু যুবক এবং ১৩ জন মুসলিম যুবক প্রহরার দায়িত্বে রয়েছেন।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
ওই মুসলিম যুবকেরা জানান, বছরভর বিভিন্ন জায়গায় নিরাপত্তা রক্ষীর কাজ করে তাদের সংসার চলে। কয়েক বছর ধরে দুর্গাপুজোতেও নিরাপত্তা রক্ষীর কাজ মিলছে। মন্ডপের ভিতর ভিড় সামলাতে সামলাতে শেখ জাহিরুল বলে, “হিন্দু মুসলিম ভাই ভাই। পুজোয় নিরাপত্তা রক্ষীর কাজ করতে আমাদের খুব ভালো লাগে। কাজের সঙ্গে উৎসবের আনন্দ উপভোগ করা যায়। সবাইকে নিরাপদে দেবী দর্শনের সুযোগ করে দিতে পেরে আমাদের খুব আনন্দ হয়।”
পুজো কমিটির সাংস্কৃতিক সম্পাদক নিরঞ্জন মন্ডল বলেন, “ধর্ম নিজের নিজের। উৎসব সবার। আমরা যে থিম করেছি সেই থিমের মধ্যে রাজপুতানা এলাকার মুসলিমদেরও নানান কাহিনী রয়েছে। তারই মাঝে আমাদের গোটা মন্ডপের দায়িত্ব সামলাচ্ছেন মুসলিম যুবকরাই। তা দেখেই বোঝা যাচ্ছে দুর্গাপুজো শুধু হিন্দুদের মধ্যে সীমাবদ্ধ নেই। ধর্মের গণ্ডী ছাড়িয়ে সব ধর্মের মানুষই একত্রিত হন শারদোৎসবে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।