
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৯ মার্চ ২০২৪: দুর্ঘটনায় মৃত শ্রমিকের দেহ নিয়ে কারখানার গেটে বিক্ষোভে ভুঁইয়া সমাজ। গত ৬ মার্চ পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের সগড়ভাঙার বেসরকারি কারখানায় কর্মরত ঠিকা শ্রমিক প্রকাশ ভূঁইয়া (৪২) দুর্ঘটনায় গুরুতর আহত হন। দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে মৃত্যু হয় তাঁর। দুর্গাপুরের তামলা এলাকার বাসিন্দা ছিলেন তিনি।
নিরাপত্তার গাফিলতির অভিযোগে এবং মৃতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে কারখানার সামনে দেহ রেখে গেট বন্ধ করে আত্মীয় পরিজনেদের সঙ্গে নিয়ে ভূঁইয়া সমাজ বিক্ষোভ দেখায়। পরিস্থিতি সামাল দিতে কোকওভেন থানার বিশাল পুলিশবাহিনী পৌঁছায়। ভূঁইয়া সমাজের রাজ্য সভাপতি সিন্টু কুমার ভূঁইয়া অভিযোগ তোলেন, এর আগেও নিরাপত্তার গাফিলতিতে মৃত্যু হয়েছে শ্রমিকের। তাঁরা নিরাপত্তার দাবিতে বিক্ষোভ করেছেন একাধিকবার। কিন্তু কোনও কাজ হয়নি।
তিনি জানান, ফের আরও একটি ঠিকা শ্রমিকের মৃত্যু হল নিরাপত্তার গাফিলতিতেই। দ্রুত ক্ষতিপূরণ এবং নিরাপত্তা জোরদার করতে হবে, এই দাবিতে তাঁদের বিক্ষোভ চলছে। যতক্ষণ না পর্যন্ত কারখানা কর্তৃপক্ষ তাঁদের সাথে সরাসরি আলোচনা করছেন ততক্ষণ পর্যন্তই মৃত শ্রমিকের দেহ রেখে তাঁদের আন্দোলন চলবে বলে জানিয়ে দেন তিনি। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।