পানাগড়: দেখে চেনা যাচ্ছে না! অমৃত ভারত প্রকল্পে নতুন রূপে সেজে উঠছে পানাগড় রেলস্টেশন। পানাগড় দেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন। পানাগড়েই রয়েছে দেশের বৃহৎ সেনা ছাউনি, বায়ু সেনা ঘাঁটি। এছাড়াও রয়েছে দেশের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার ডিপো, গাড়ি যন্ত্রাংশের বিক্রি-বাটার বৃহৎ বাজার। কলকাতা থেকে দিল্লি গামী ১৯ নম্বর জাতীয় সড়কও গিয়েছে পানাগড় দিয়ে। তাই দেশের নানা প্রান্তের মানুষজন পানাগড় স্টেশনে আসেন।
পানাগড় স্টেশনের গুরুত্ব বিবেচনা করে দূরপাল্লার ট্রেনের স্টপেজ আগের থেকে অনেক বেড়েছে পানাগড়ে। যাত্রীদের সুবিধার কথা ভেবে অমৃত ভারত প্রকল্পে স্টেশনের ভোল বদলের প্রক্রিয়া শুরু করেছেন রেল কর্তৃপক্ষ। নতুন স্টেশন ভবন গড়া হচ্ছে। ঢেলে সাজানো হচ্ছে প্ল্যাটফর্ম থেকে শুরু করে টিকিট কাউন্টার। প্ল্যাটফর্মে নতুন ওভারব্রিজের সঙ্গে দুটি লিফটের ব্যবস্থা থাকছে। নিরাপত্তার জন্য অত্যাধুনিক সিসি ক্যামেরা বসানো হয়েছে।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
নতুন টিকিট কাউন্টারে প্রতিবন্ধীদের সুবিধার জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে। শৌচালয় থেকে প্লাটফর্ম, সব জায়গায় তাঁদের জন্য নির্দিষ্ট একটি লাইন করা হয়েছে। সেই লাইন ধরে সহজে তাঁরা ট্রেনে ওঠানামা করা থেকে শৌচাগার যাতায়াত করতে পারবেন। প্ল্যাটফর্মে নতুন ওভারব্রিজের সঙ্গে লিফটের ব্যবস্থা থাকছে। নিরাপত্তার জন্য অত্যাধুনিক সিসি ক্যামেরা বসানো হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছেন, প্রায় ৯০ শতাংশ কাজ হয়ে গিয়েছে। বাকি কাজ দ্রুততার সঙ্গে শেষ করে ফেলা হবে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।