দুর্গাপুর দর্পণ, গুসকরা, ১৬ জুলাই ২০২৩: পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) গুসকরা স্টেশনে (Guskara railway station) ছোট প্ল্যাটফর্ম। যাত্রীরা দীর্ঘদিন ধরে এমন অভিযোগ করে এসেছেন। শেষ পর্যন্ত রেল কর্তৃপক্ষ প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বাড়ানোর ব্যবস্থা করেন। কিন্তু তার পরেও এক্সপ্রেস ট্রেনের শেষ দিকের কামরা গুলি প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে থাকে বলে অভিযোগ।
যাত্রীরা জানিয়েছেন, এর ফলে ওঠা-নামায় সমস্যা হয় বলে অভিযোগ যাত্রীদের। তাঁরা জানান, যেমন গণদেবতা এক্সপ্রেস ট্রেন এসে দাাঁড়ালে দেখা যায়, শেষের একাধিক কামরা প্ল্যাটফর্ম পায়নি। সেই অবস্থাতেই যাত্রীরা বিপদের ঝুঁকি মাথায় নিয়ে ওঠানামা করেন। অবিলম্বে প্ল্যাটফর্ম আরও লম্বা করার দাবি জানিয়েছেন যাত্রীরা। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।