দুর্গাপুর দর্পণ, মঙ্গলকোট, ১৫ জুলাই ২০২৩: শনিবার প্রয়াত বিচারক মহম্মদ নুরুল হোদা মোল্লার সপ্তম মৃত্যুবার্ষিকী আয়োজিত হল পূর্ব বর্ধমান জেলার (Purba Bardhaman) মঙ্গলকোটের পদিমপুর গ্রামে। এই উপলক্ষে স্থানীয় মসজিদে এক দোয়ার মজলিস বসে। প্রয়াত বিচারক কর্মজীবনে একাধারে সাংবাদিক, অতিথি অধ্যাপক, শিক্ষক, আইনজীবী – সর্বোপরি ৩০ বছর ধরে রাজ্যের বিভিন্ন নিম্ন আদালতে বিচারক ছিলেন তিনি।
কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগের প্রথম ব্যাচে এমএ ডিগ্রি অর্জনের পর ‘দ্য স্টেটসম্যান’ কাগজে সাংবাদিকতা করেন তিনি। এরপর কাটোয়ার কাশীরাম দাস ইনস্টিটিউটে শিক্ষকতার চাকরি পেয়েছিলেন। কাটোয়া কলেজে পলিটিক্যাল সায়েন্সের অতিথি অধ্যাপক ছিলেন। এরপর কাটোয়া মহকুমা আদালতে প্রখ্যাত আইনজীবী তারাপদ বন্দ্যোপাধ্যায়ের ‘জুনিয়র’ হিসাবে দীর্ঘদিন কাজ করেন।
১৯৮৩ সালে রাজ্যের জুডিশিয়াল পরীক্ষায় টপারদের মধ্যে ছিলেন তিনি। সদর বর্ধমান, আরামবাগ, কালনা, সিউডি, দাঁতন, আলিপুর, আলিপুরদুয়ার, বসিরহাট, মেদিনীপুর, গড়বেতা, শ্রীরামপুর প্রভৃতি আদালতে সিভিল / ক্রিমিনাল বিচারক হিসাবে ছিলেন তিনি। ২০১৬ সালের ১৫ জুলাই তিনি পদিমপুরে নিজগৃহে মারা যান। তাঁর পৈতৃক বাড়ি ছিল কাটোয়ার শ্রীখণ্ড এলাকায়।২০১৭ সাল থেকে মঙ্গলকোটের কোগ্রামে কুমুদ সাহিত্য মেলা কমিটি তাঁর স্মরণে সম্মান প্রদান করে থাকে বলে জানিয়েছেন প্রয়াত বিচারকের বড় ছেলে মোল্লা জসিমউদ্দিন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।