দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরে রাষ্ট্রায়ত্ত সংস্থা দামোদর ভ্যালি কর্পোরেশনের (DVC) তাপবিদ্যুৎ কেন্দ্র ডিটিপিএসে (DTPS) নতুন ৮০০ মেগাওয়াটের নতুন ইউনিট স্থাপনের প্রক্রিয়া শুরু হয়েছে। সেজন্য অবৈধ বস্তিবাসীদের উচ্ছেদের নোটিস দেওয়া হয়েছে। বস্তিবাসীদের দাবি, পুনর্বাসনের ব্যবস্থা না করলে তাঁরা উঠবেন না। সেই দাবিতে বহুদিন ধরে আন্দোলন করছেন তাঁরা।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
বুধবার মিছিল করে এসে মহকুমাশাসকের দফতর ঘেরাও করে বিক্ষোভ দেখালেন বস্তিবাসীরা। তাঁদের দাবি, বিকল্প বসতির ব্যবস্থা করতে হবে। রাজ্য সরকারের প্রকল্পের মাধ্যমে বাড়ি দিতে হবে। এর আগেও তাঁরা মহকুমাশাসকের দফতর ঘেরাও করেছিলেন। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, রাষ্ট্রায়ত্ত সংস্থা তাঁদের এলাকা ছেড়ে যাওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন। কিন্তু কোথায় যাবেন তাঁরা? কেউ পাশে নেই। পুনর্বাসন ছাড়া কোনভাবেই ঘর ছাড়বেন না বলেও হুঁশিয়ারি দেন তাঁরা। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।