দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৫ অক্টোবর ২০২৩: নাড়ু, সেউ, ঝুড়িভাজা, নিমকি। একসময় দুর্গাপুজোয় বাড়িতে বাড়িতে তৈরি করার রেওয়াজ ছিল। পূজোয় কোন অতিথি বাড়িতে এলে সেই সব দিয়েই শুভেচ্ছা জানানো হত। কিন্তু কালের কবলে সেই ঐতিহ্য ফিকে হয়ে গিয়েছে।
পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের কাঁকসার বিরুডিহার একটি হোটেল সেই ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করছে। সেখানে রীতি মেনে বিনামূল্যে সেউ, নাড়ু দিয়ে বিজয়ার শুভেচ্ছা জানানো হচ্ছে। এই স্বাদের ভাগ পেয়ে বেজায় খুশি সকলে।
WhatsApp Group
Join Now