দুর্গাপুর: সম্প্রতি দুর্গাপুর নগর নিগমের ৪ নম্বর বরো অফিসের কর্মী শুভ দত্তের মা মারা যান। সিটি সেন্টারের আম্বেদকর সরণীর বাড়িতে মায়ের শ্রাদ্ধের অনুষ্ঠান ছিল। প্যান্ডেলে বিশ্ব বাংলার লোগো লাগানো সরকারি ত্রিপল নজরে আসে স্থানীয়দের। এরপরেই শুরু হয় বিতর্ক। তিনি আবার সিপিএমের একনিষ্ঠ কর্মী হিসাবে এলাকায় পরিচিত!
শুভ দত্তের দাবি, বিষয়টি ডেকরেটার্সের কর্মীরা বলতে পারবেন। অন্যদিকে ডেকরেটার্সের কর্মীরা জানালেন, এই সরকারি ত্রিপল বাড়ির মালিক শুভ দত্ত তাঁদের দিয়েছেন! নগর নিগমের কমিশনার আবুল কালাম আজাদ বলেন, “এই বিষয়টা আমাদের নজরে নেই। এই ধরনের কাজ যদি কেউ করে থাকেন তার বিরুদ্ধে নিশ্চয়ই ব্যবস্থা গ্রহণ করা হবে।”
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
বর্ধমান-দুর্গাপুরের বিজেপি সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, “গরিব মানুষের ঘর বাড়ি বন্যার জলে ভেসে যাচ্ছে। তাঁদের ত্রিপল না দিয়ে ত্রাণের ত্রিপল দিয়ে শ্রাদ্ধ বাড়ির প্যান্ডেল করছেন দুর্গাপুর নগর নিগমের কর্মী। এর থেকে লজ্জাজনক ব্যাপার আর কী হতে পারে! আমরা তীব্র প্রতিবাদ করছি।” দুর্গাপুর নগর নিগমের প্রশাসকমণ্ডলীর ভাইস চেয়ারম্যান অমিতাভ বন্দ্যোপাধ্যায় বলেন, “এই ধরনের অন্যায় কেউ করলে তার বিরুদ্ধে দ্রুত নগর নিগমের তরফ থেকে ব্যবস্থা নেওয়া হবে।”
শুভ দত্ত সিপিএমের একনিষ্ঠ কর্মী হিসাবে পরিচিত। তাঁর মায়ের শ্রাদ্ধানুষ্ঠানে বিশ্ব বাংলার লোগো দেওয়া ত্রিপল ব্যবহার করে প্যান্ডেল হওয়ায় অস্বস্তিতে পড়েছে সিপিএম। দলের জেলা কমিটির সদস্য শ্যামা ঘোষ বলেন, “বিষয়টি আমি সবে জেনেছি। খোঁজ নিয়ে দেখে দলের নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।