মধ্য রাতে POK-তে সার্জিকাল স্ট্রাইক, অনির্দিষ্ট কালের জন্য বন্ধ বহু উড়ান

মধ্য রাতে POK-তে সার্জিকাল স্ট্রাইক, অনির্দিষ্ট কালের জন্য বন্ধ বহু উড়ান
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ ডেস্ক: মধ্য রাতে POK-তে সার্জিকাল স্ট্রাইক। গুঁড়িয়ে দেওয়া হল জঙ্গি ঘাঁটি। ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানে এবং পাক অধিকৃত জম্মু-কাশ্মীরে ৯টি জায়গায় জঙ্গি পরিকাঠামো লক্ষ্য করে ‘প্রিসিশন স্ট্রাইক’ করা হয়েছে। যে সব জায়গায় বসে ভারতে সন্ত্রাসবাদী হানার পরিকল্পনা হয়েছিল এবং নির্দেশ দেওয়া হয়েছিল, সেখানেই ভারত আঘাত হেনেছে। পহেলগাঁওয়ে জঙ্গি হানায় ২৬ জনের মৃত্যুর পর এবার পাকিস্তানের বিরুদ্ধে প্রত্যাঘাত হানল ভারতীয় সেনাবাহিনী।

পাকিস্তানের ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস্-এর ডিরেক্টর জেনারেল সাংবাদিক বৈঠকে দাবি করেছেন, ভারতের অপারেশন সিঁদুর (#OperationSindoor) এর স্ট্রাইকে ৮ জনের মৃত্যু হয়েছে। রাত ১টা নাগাদ পাকিস্তানের মোট ছ’টি জায়গায় ২৪টি হামলা চালিয়েছে ভারতীয় বাহিনী। ভারতের এই হামলাকে ‘বিনা প্ররোচনায় কাপুরুষোচিত হামলা’ বলে উল্লেখ করেছে পাকিস্তান। যোগ্য জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান।

(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)

‘অপারেশন সিঁদুর’-এর জন্য উত্তর ভারতের বহু বিমান বাতিল করে দেওয়া হয়েছে। আন্তর্জাতিক বিমানও অন্যত্র ঘুরিয়ে দেওয়া হচ্ছে। বিবৃতি জারি করেছে এয়ার ইন্ডিয়া, স্পাইসজেট, ইন্ডিগো। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, জম্মু, শ্রীনগর, লেহ, জোধপুর, অমৃতসর, ভুজ, জামনগর, চণ্ডীগড় এবং রাজকোট থেকে বুধবার বেলা ১২টা পর্যন্ত সমস্ত বিমান বাতিল করা হয়েছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

Highlight
মধ্য রাতে POK-তে সার্জিকাল স্ট্রাইক, অনির্দিষ্ট কালের জন্য বন্ধ বহু উড়ান
News
মধ্য রাতে POK-তে সার্জিকাল স্ট্রাইক, অনির্দিষ্ট কালের জন্য বন্ধ বহু উড়ান
:
পহেলগাঁওয়ে জঙ্গি হানায় ২৬ জনের মৃত্যুর পর এবার পাকিস্তানের বিরুদ্ধে প্রত্যাঘাত হানল ভারতীয় সেনাবাহিনী। সেনার তরফে জানানো হয়েছে, মধ্যরাতে পাকিস্তানের জঙ্গিঘাঁটিগুলি ধ্বংস করা হয়েছে।
Published By
Durgapur Darpan
error: Content is protected !!